ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জে ৪ আগষ্ট আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মহিবুর রহমান মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১০আগষ্ট) সকালে সুনামগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আলমগীর এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, এমপি মুহিবুর রহমান মানিককে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ সকালে আদালতে নেয়। এসময় জামিন আবেদনের পাশাপাশি তাঁর চিকিৎসার জন্য আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে আদালত কারাবিধি অনুযায়ী তাঁর চিকিৎসার নির্দেশ প্রদান করেন।
মুহিবুর রহমান মানিকের আইনজীবী আব্দুল হামিদ বলেন, মুহিবুর রহমান মানিক পাঁচ বারের সংসদ সদস্য। ৪ আগস্ট ঘটনার সময় তিনি সুনামগঞ্জে ছিলেন না। তাঁকে হয়রানি করার জন্য এই মামলায় জড়ানো হয়েছে।
গত ৮ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মুহিবুর রহমান মানিক গ্রেপ্তার করে র্যাব। গত ৪ আগস্ট সুনামগঞ্জের পুরনো বাসস্ট্যান্ডে সরকার পতন আন্দোলনে গুলিবিদ্ধ জহুরের ভাই হাফিজ আহমেদের দ্রুদ বিচার আইনের একটি মামলা দায়ের করেন। এতে ৯৯ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরো ২০০ জনকে আসামি করা হয়েছিলো। এমপি মুহিবুর রহমান মানিককে মামলার ৩ নম্বর আসামি করা হয়।