ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অবিলম্বে ভিসি নিয়োগের দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে। এ সময় কুষ্টিয়া-খুলনা মহাসড়কে দীর্ঘ লাইনের যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ মিছিলে- ভিসি দিন দুর্নীতির খবর নিন, ক্লিন ইমেজের ভিসি চাই, ক্লাস চাই পরীক্ষা চাই অবিলম্বে ভিসি চাই, সেশনজটের কবর চাই, সংস্কার মনা ভিসি চাই, সৎ ও সাহসী ভিসি চাই, ইবির আঙিনায় দুর্নীতির ঠাঁই নাই’সহ বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন শিক্ষার্থীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় ও সহ সমন্বয়রাসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ সময় আন্দোলকারী শিক্ষার্থীরা বলেন, ভিসি নিয়ে আর কোনো তালবাহানা চলবে না। অবিলম্বে ভিসি নিয়োগের ব্যবস্থা করতে হবে। গত ১৫ বছর দলীয় লেজুড়বৃত্তির মাধ্যমে ভিসি নিয়োগ দেয়া হয়েছে। আমরা আর কোনো লেজুড়বৃত্তির ভিসি চাই না। আমরা নিরপেক্ষ, সৎ, দক্ষ ও শিক্ষার্থীবান্ধব, একাডেমিশিয়ান ভিসি চাই। যিনি প্রত্যেক শিক্ষার্থীকে সমানভাবে দেখবে। এই বিশ্ববিদ্যালয় তার উদ্দেশ্য থেকে ছিটকে পড়েছে। তাই উদ্দেশ্য বাস্তবায়ন করবে এমন ভিসি নিয়োগের দাবি জানাচ্ছি। আমরা এমন ভিসি চাই না যিনি দিনে দুর্নীতি করবে, আর রাতে মাদকের আসর বসাবে। বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বিভাগকে সেশনজট মুক্ত করবে, এমন ভিসি চাই।
তারা আরো বলেন, যদি অনতিবিলম্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ না দেয়া হয়। তবে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। অবিলম্বে একজন ন্যায়পরায়ণ ব্যক্তিকে ভিসি নিয়োগ দিতে হবে। বিগত সময়ের ভিসিরা রাজনৈতিক দলের মদদপুষ্ট হয়ে দলের হয়ে কাজ করেছেন। দুর্নীতির রেকর্ড যাদের আছে, তাদের আমরা আর ভিসি হিসেবে দেখতে চাই না।