নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে গত ৫ আগস্টে সরকার উৎখাতকারীরা সহিংস ও ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। তারা গণপিটুনিতে বহু লোক হত্যা করছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স। রবিবারে তাদের নিজস্ব ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করে সংস্থাটি।
সেখানে তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে জরুরি ভিত্তিতে সব ধরনের সহিংসতা ও গণপিটুনি বন্ধ করার আহ্বান জানায়।
জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স একটি অলাভজনক সংস্থা। সংস্থাটি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার বিভাগীয় কর্মকর্তাদের নেতৃত্বে এইসব চলমান মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার দাবি জানায়।
সংস্থাটি এইসব ঘটনার তদন্তের জন্য একটি ট্রাইব্যুনাল গঠনের আহ্বান। এই ট্রাইব্যুনালের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী সবাইকে জবাবদিহিতার আওতায় আনতে বলা হয় এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য শাস্তির ব্যবস্থা করতে বলা হয়।
বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবরের মাধ্যমে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের জরিপে জানা যায় যে শুধুমাত্র অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে, ৫৩টি গণপিটুনির ঘটনা রিপোর্ট করা হয়েছে। এরমধ্যে অন্তত ৪৪ জনের অত্যন্ত মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে অনেক মৃত্যুর ঘটনা সংবাদ মাধ্যমে আসেনি। সে বিবেচনায় প্রকৃত হত্যা আরো বেশি হতে পারে।
ফরাসি মানবাধিকার কর্মী, এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স এর প্রধান উপদেষ্টা রবার্ট সাইমন, বলেছেন, “এ ধরনের অত্যাচার মৌলিক মানবাধিকার এবং ন্যায়বিচারের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি আরও বলেন “গণপিটুনি এবং আইনশৃঙ্খলার ভঙ্গুর অবস্থা গণতন্ত্র, আইনের শাসন এবং মৌলিক মানবিক মর্যাদাকে হুমকির মুখে ঠেলে দেয়।”
এই উদ্বেগজনক পরিস্থিতি একদিকে যেমন বর্তমান শাসনব্যবস্থার ব্যর্থতা সেইসাথে রাষ্ট্র ন্যায়বিচার দেবে বলে জনগণ যে আস্থা রাখে তার অবক্ষয় বলে সংস্থাটি মনে করেন।