এই মুহূর্তে ভারতের সেরা ক্রিকেটার কে? বেশির ভাগেরই উত্তর বিরাট কোহলি হওয়ার কথা। অনেকে অধিনায়ক রোহিত শর্মার নামও বলতে পারেন।
তবে রবিচন্দ্রন অশ্বিনের চোখে, কোহলি কিংবা রোহিত নন; এই মুহূর্তে ভারতের সবচেয়ে মূল্যবান বা গুরুত্বপূর্ণ ক্রিকেটার দলের ফাস্ট বোলার যশপ্রীত বুমরা। বুমরাকে তাঁর শহরে কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের মতোই আতিথেয়তা দেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেছেন অশ্বিন।
গত জুনে ভারতকে টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছেন বুমরা। ৩০ বছর বয়সী এই ফাস্ট বোলার বিশ্বকাপে মাত্র ৪.১৭ ইকোনমি রেটে নেন ১৫ উইকেট। টুর্নামেন্টসেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে।
সেই আসরের ফাইনালের পর থেকে বিশ্রামে থাকা বুমরা খেলায় ফিরছেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে। সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া চেন্নাই টেস্টের একাদশে তাঁর থাকা নিশ্চিত।