বাংলাদেশে সেনাবাহিনী ও পুলিশী নিরাপত্তায় রাষ্টীয় সুরক্ষায় জামাত শিবির ও সমন্বয়ক নামধারী জানোয়ারা গণপিটুনি দিয়ে আওয়ামীলীগ ও সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষকে হত্যা করছে।
যা কোন টিভি নিউজ , অফলাইন ও অনলাইন নিউজ তাদের নিউজে তুলে আনতে পারছে না। বাকস্বাধীনতার নামে তাদেরকে গলা চেপে ধরা হচ্ছে। সুদখোর ইউনুস সরকারের পক্ষে থেকে বলা হয়েছে কোন নিউজ ছাপানোর পূর্বে তাদের অনুমতি নিতে হবে। সরকার ও তাদের সমন্বয়ক নামধারী জানোয়ারদের বিপক্ষে নিউজ করলে পত্রিকা ও টিভি বন্ধ করে দেওয়া হবে। সেনাবাহিনীর নিরাপত্তায় নিয়ে রাষ্ট্রীয় সুরক্ষায় গণপিটুনি দিয়ে মেরে ফেলা হবে। এই ভয়ে কোন মিডিয়া নিরপেক্ষ নিউজ করতে পারছে না।
গাজী গ্রুপের টায়ার কোম্পানি লুট করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেখানে অন্তত দুইশত মানুষ পুড়ে মরেছে। কিন্তু গাজী টিভি তাদের কোম্পানির সেই নিউজ করতে পারে নি।
বেক্সিমকো গ্রুপের অনেক গার্মেন্টস কারখানা জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তারা তাদের টিভি ও পত্রিকায় নিউজ করতে পারে নাই। এই রকম অসংখ্য ঘটনা ঘটছে যা বাংলাদেশের সাংবাদিকরা তুলে ধরতে পারছে না।
বাকস্বাধীনতার নামে বাকস্বাধীনতা হরণ করা হয়েছে।
বাংলাদেশের মানুষ আজ জিম্মি হয়ে পড়েছে সমন্বয়ক নামধারী জানোয়ার ও প্রতারক সংগঠন ,দেশের স্বাধীনতা বিরোধী রাজাকার সংগঠন জামায়ত শিবিরের কাছে।
(চলবে)
ফরিদ আহমেদ ইমন
সম্পাদক
বার্তাধারা ( অনলাইন নিউজ )
ও
সদস্য ধর্মবিষয়ক উপ-কমিটি বাংলাদেশ আওয়ামীলীগ।