আবহাওয়া অফিসের পূর্বাভাসই সত্যি হলো। অঝোর বৃষ্টিতে আজ ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া তৃতীয় টি-টোয়েন্টিতে একটি বলও হতে পারেনি। বৃষ্টিতে তৃতীয় ম্যাচটি পরিত্যক্ত হওয়ার তিন ম্যাচের সিরিজের ট্রফি ভাগাভাগি করতে হলো দুই দলকে। সাউদাম্পটনে প্রথম ম্যাচটি জিতেছিল অস্ট্রেলিয়া। কার্ডিফে দ্বিতীয় ম্যাচটি জিতে সমতা ফিরিয়েছিল ইংল্যান্ড।
দুই দল এখন লড়বে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে। সর্বশেষ দুটি ওয়ানডে বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল দুটি ট্রেন্ট ব্রিজে ১৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচ খেলবে। সেই ম্যাচে ইংল্যান্ডের হয়ে প্রথমবার টস করবেন হ্যারি ব্রুক। ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটের অধিনায়ক জস বাটলার চোট থেকে সেরে না ওঠায় ওয়ানডে সিরিজে ব্রুককে ভারপ্রাপ্ত অধিনায়ক করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বাটলারের অনুপস্থিতি ওয়ানডে দলে ফিরিয়েছেন লিয়াম লিভিংস্টোনকেও। ইংল্যান্ড গত মাসেই ঘোষণা করেছিল ওয়ানডে সিরিজের দল।
এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে ওলি পোপ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ফিল সল্ট ছিলেন ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক। বেন স্টোকসের জায়গা অধিনায়কত্ব করেছিলেন পোপ।