ইংলিশ প্রিমিয়ার লিগে গত রোববার আর্সেনালের বিপক্ষে সিটির ২-২ গোলে ড্র ম্যাচে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন রদ্রি। ২১ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়ার আগে ডান হাঁটু ধরে শুয়ে পড়েছিলেন এই মিডফিল্ডার। ইএসপিএন ও মার্কা জানিয়েছে, গতকাল পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর এসিএল চোট ধরা পড়েছে।
রদ্রির মাঠের বাইরে ছিটকে পড়ার খবর সিটির টানা পঞ্চম লিগ জয় ও চ্যাম্পিয়নস লিগের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্নে বড় ধাক্কা হয়েই এল। আতলেতিকো মাদ্রিদের সাবেক এই খেলোয়াড় ক্লাব ও দেশের হয়ে তাঁর সর্বশেষ ৮৪ ম্যাচের মধ্যে মাত্র একটিতে হেরেছেন। এবার ব্যালন ডি’অর পুরস্কারেও রদ্রির নাম জোরেশোরে উচ্চারিত হচ্ছিল। গত মৌসুমে সিটির লিগ জয় এবং গত জুলাইয়ে স্পেনের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) জয়ে দারুণ ভূমিকা ছিল রদ্রির।
আর্সেনাল ম্যাচের পর রদ্রিকে নিয়ে সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, ‘রদ্রি শক্তিশালী। সে কিছু একটা অনুভব করেছে বলেই মাঠ ছেড়েছে। নইলে মাঠেই থাকত। সে বিশ্বের সেরা হোল্ডিং মিডফিল্ডার। ব্যালন ডি’অরও জিততে পারে। আমি চাই সে জিতুক।’
রদ্রির অনুপস্থিতিতে সিটি মাঝমাঠে বেশ সমস্যায় পড়বে। মৌসুমের শুরুতে রদ্রির জায়গায় মাতেও কোভাচিচকে দেখা গেছে।
গত সপ্তাহে রদ্রি সতর্ক করে বলেছিলেন, ঠাসা সূচিতে খেলোয়াড়েরা ধর্মঘটে যেতে পারে। গত মৌসুমে সিটি ও স্পেনের হয়ে মোট ৬৩ ম্যাচ খেলেন ২৮ বছর বয়সী রদ্রি, সময়ের হিসাবে যা ৫০০০ মিনিটের বেশি। আগামী মঙ্গলবার লিগ কাপে ওয়াটফোর্ডের মুখোমুখি হবে সিটি।