বৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা বাড়ায় দেশে বেড়েছে রেমিট্যান্স বা প্রবাসী আয়। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব পড়েছে। চলতি মাসের প্রথম ১৭ দিনে প্রবাসী আয় এসেছে ১৪৩ কোটি মার্কিন ডলার।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স দেশে এসেছে ১৪৩ কোটি ডলার। আগের বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স এসেছিল ৮৪ কোটি ২০ লাখ ডলার। সেই হিসাবে এই সময়ের মধ্যে রেমিট্যান্স বেড়েছে ৫৮ কোটি ৮০ লাখ ডলার বা ৬৯ দশমিক ৮৩ শতাংশ।
আবার চলতি বছরের পহেলা জুলাই থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৫৫৬ কোটি ডলার। আগের বছরের পহেলা জুলাই থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রেমিট্যান্স এসেছিল ৪৪১ কোটি ৫০ লাখ ডলার। এই সময়ের মধ্যে রেমিট্যান্স বেড়েছে ১১৪ কোটি ৫০ লাখ ডলার বা ২৫ দশমিক ৯৩ শতাংশ।