নিজস্ব প্রতিবেদকঃ
৩০সেপটেম্বর ২০২৪।
সেনাবাহিনীর গুলিতে নিহত হয় এক হতদরিদ্র পোশাক শ্রমিক। তার নাম কাওসার হোসেন খান। বয়স মাত্র ২৭। ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় তৈরি পোশাক কারখানা ম্যাংগো টেক্স লিমিটেডে সে সাধারণ সুইং অপারেটর হিসেবে কাজ করতো। ঐ কারখানার শ্রমিকদের তিন মাসের বেতন বকেয়া ছিল। নিম্ন আয়ের কাওসার অন্যান্য শ্রমিকদের সঙ্গে পাওনা বেতনের দাবিতে রাস্তায় নেমেছিলো। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওক্লিপে সেনাবাহিনীর একজনকে বলতে শোনা যায় চার-পাঁচটাকে ফেলে দিই স্যার ! এরপরেই মুহুর্মুহু গুলির শব্দ শোনা যায়। পাখির মতো গুলি করে ফেলে দেওয়া হয় পাঁচজনকে। ঘটনাস্থলেই মারা যান কাওসার। বাকি চারজন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন !
সোমবার দুপুরে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, কাউসারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
গুলিবিদ্ধ অন্য চারজন হলেন ন্যাচারাল ইন্ডিগো কারখানার শ্রমিক নাজমুল হাসান, ন্যাচারাল ডেনিমসের শ্রমিক হাবীব, নয়ন ও রাসেল। এদের মধ্যে দু’জনকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং বাকি দু’জনকে পিএমকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
শ্রমিকরা জানায়, সকাল থেকে টাঙ্গাবাড়ি এলাকায় ম্যাংগো টেক্স লিমিটেডসহ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষোভ করেন। পরে দুপুরে সেখানে ম্যাংগো টেক্স লিমিটেডের শ্রমিক কাউসার হোসেন খাঁন, হাবীব, নাজমুল, রাসেল মিয়া ও নয়ন গুলিবিদ্ধ হন।
পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল এবং পিএমকে হাসপাতালে পাঠানো হয়। এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাউসারকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে বক্তব্য নিতে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলমের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।