পূর্ব ও মধ্য ইউরোপে গত সপ্তাহজুড়ে বন্যায় প্রায় ২০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। গতকাল বুধবার ইউরোপীয় পার্লামেন্টে এক বক্তৃতায় এ তথ্য জানান ইইউ কমিশনের সংকট প্রতিরোধবিষয়ক প্রধান জেনেজ লেনারসিচ।
সাম্প্রতিক কালে ইউরোপে দেখা দেওয়া প্রাকৃতিক দুর্যোগের বিষয়ে পার্লামেন্টে এক বক্তৃতায় পরিস্থিতি তুলে ধরেন লেনারসিচ।
জেনেজ লেনারসিচ বলেন, ‘মাত্র কয়েক দিনের মধ্যে অবিরাম বৃষ্টিতে দানিউবের মতো নদীর পানির স্তর এমন পর্যায়ে বেড়েছে, যা গত এক শতাব্দীতে হয়নি।’ উল্লেখ্য, ১০টি দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ইউরোপের দ্বিতীয় বৃহত্তম নদী দানিউবের দুই কূল ছাপিয়ে যাওয়া বন্যা পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় নিয়ে গেছে।
বন্যায় মধ্য ও পূর্ব ইউরোপে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। পোল্যান্ড ও রোমানিয়ায় বন্যায় এ পর্যন্ত ৭ জন মারা গেছেন এবং অস্ট্রিয়ায় মৃতের সংখ্যা ৫। চেক প্রজাতন্ত্রে মারা গেছেন ৪ জন আর নিখোঁজ রয়েছেন ৮ জন।
ইউরোপীয় পার্লামেন্টে এ দুর্যোগের বিষয়ে আলোচনায় একজন স্লোভেনীয় ইইউ সংসদ সদস্য দুর্যোগ প্রতিরোধে সংস্থাটিকে এ বিষয়ে সজাগ থাকা ও ক্ষতিপূরণ দেওয়া নিয়ে আলোচনার সূত্রপাত করেন। ইইউ পার্লামেন্টের সদস্য ও পরিবেশবাদীকর্মী ক্যারোলা র্যাকেট এই প্রাকৃতিক ক্ষতির জন্য পরিবেশদূষণকারী ও গ্যাস কোম্পানি থেকে অর্থ সংগ্রহ করার পক্ষে কথা বলেন।
মাত্র কয়েক দিনের মধ্যে অবিরাম বৃষ্টিতে দানিউবের মতো
নদীর পানির স্তর এমন পর্যায়ে বেড়েছে,যা গত এক শতাব্দীতে
হয়নি।
জেনেজ লেনারসিচ, ইইউ কমিশনের সংকট প্রতিরোধবিষয়ক প্রধান
এদিকে ইইউ কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন ঘোষণা করেছেন, বৃহস্পতিবার পোল্যান্ডের বন্যাকবলিত অঞ্চল সফর করবেন তিনি। সেখানে এ দুর্যোগ নিয়ে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক, অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার, স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ও চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালার সঙ্গে তিনি দেখা করার পরিকল্পনা করেছেন।
বন্যায় মধ্য ও পূর্ব ইউরোপে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। পোল্যান্ড ও রোমানিয়ায় বন্যায় এ পর্যন্ত ৭ জন মারা গেছেন এবং অস্ট্রিয়ায় মৃত মানুষের সংখ্যা ৫। চেক প্রজাতন্ত্রে মারা গেছেন ৪ জন আর নিখোঁজ রয়েছেন ৮ জন।