ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলার ধারন বাজার বড় সৈয়দের গাঁওয়ের সৈয়দ হাফিজ আব্দুল হান্নান সাহেব আজ সকাল অনুমান ৮ টা ৩০ মিনিটে নিজ বাসায় খুন হন
ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
বার্তাধারা প্রতিনিধি সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে পারেন যে তিনি একজন আলেম মানুষ ছিলেন। এলাকার সকলের কাছে শ্রদ্ধেয় ছিলেন। এলাকার মানুষের উপকার করতেন। তাই তার কোন শত্রু থাকার কথা নয়। এলাকার কেউই এই মৃত্যু মেনে নিতে পারছে না। সকলেই বলেন, তারা এই হত্যার উপর্যুক্ত শাস্তি দাবি করেন।
ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অবিবাহিত এবং সাদামাটা জীবনের অধিকারী। তার কোন অহংবোধ ছিলনা। সকলেরই একই প্রশ্ন এমন সহজ সরল মানুষটাকে কেন এভাবে হত্যা করা হল? অধিকাংশ মানুষ বলেছেন আইনশৃঙ্খলার চরম অবনতির কারণেই এ ধরনের হত্যাকান্ড বাড়ছে।
ঐ এলাকার সকল মানুষের একটি কথা সাধারণ মানুষ এখন তার নিজের ঘরেই নিরাপত্তাহীনতায় ভুগে। তারা আরও জানান, দুর্বৃত্তদের হাতে মারা যাওয়ার একটাই কারণ দেশের আইনের শাসন নেই। তারা প্রশ্ন করেন, যে দেশে আইনের শাসন নেই ,স্বাভাবিক মৃত্যূর নিশ্চয়তা নেই সেই দেশে মানুষ স্বস্তিতে থাকবে কিভাবে? তারা আরও জানান, আমরা দেশে আইনের শাসন চাই। সকল হত্যার বিচার চাই।
ছাতক উপজেলা পুলিশ- প্রশাসন সহ এলাকা সকল মানুষকে এই এ হত্যাকান্ডের সাথে জড়িত খুনিদের খুজে আইনের আওতায় আনার জন্য সবাইকে প্রতিবাদ করার আহবান জানান তারা।