কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন শাখাওয়াত হোসেন নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক।
এজাহারে থেকে জানা যাচ্ছে, গত ১১ জুলাই আসামিরা আন্দোলনকারীদের হত্যার উদ্দেশ্যে মারধর এবং ককটেল বিস্ফোরণ করে ত্রাস ও আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তবে, ব্যক্তিগত আক্রোশ থেকে এই মামলা করা হয়েছে বলে মনে করছেন কেউ কেউ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সক্রিয় ছিলেন বিশ্ববিদ্যালয়টির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক কাজী এম আনিছুল ইসলাম।
মামলায় অভিযুক্ত সাবেক ভিসি ও প্রক্টর এবং শিক্ষকদের বিষয়ে তিনি বলেন,‘আন্দোলনের সময় সরকারের বিরুদ্ধে তারা কিছু বলেনি এটা সত্য। কিন্তু আমরা যারা সেসময় শিক্ষার্থীদের পক্ষে আন্দোলনে করেছি তাদের কাউকে তারা হয়রানি করে নাই।’
তিনি বলেন, যেটা করেনি সেটার নামে মামলা দিয়ে তাদের ফাঁসানো একজন শিক্ষক হিসেবে আমি এটা মেনে নিতে পারছি না।
সূত্র : বিবিসি