সুনামগঞ্জ- সিলেট রুটে লামাকাজী এম এ খান সেতুতে দীর্ঘ ৪০ বছর ধরে টোল আদায় হচ্ছে। এর মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। ৫ আগস্টের পর টোল আদায় বন্ধ হয়। ফের এই টোলের ইজারা আহ্বান করা হয়েছে। এই টোল আদায় স্থায়ীভাবে বন্ধ করতে হবে।
কাশমীর রেজা
সভাপতি ,পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা ।