আজ ১৫ অক্টোবর এইচএসসি পরীক্ষা রেজাল্ট দেওয়া হয়েছে । সবাই অটো পাস করেছে ।আমার আপন দুই ভাতিজি অমি ও নুহা পাস করেছে । তাদেরকে অভিনন্দিত না করে ভবিষ্যতের জন্য সমবেদনা জমিয়ে রাখলাম । কারণ এই অটো পাসকৃত ছাত্রছাত্রীরা ভবিষ্যৎ জীবনে তাদের কর্মক্ষেত্র অনেক সমস্যার সম্মুখীন হতে হবে ।বিশেষ করে তারা যখন বিদেশের ইউনিভার্সিটি ভর্তি হতে চাইবে তখনই নানা সমস্যার সম্মুখীন হবে ।
আর অটো পাসের যুগে যারা ফেল করেছে তাদেরকে শহিদী মর্যাদা দিয়ে সরকারের বিভিন্ন দপ্তরের সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হউক।কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ গ্রহন করেছে ।তাদের মা বাবার বয়স বিবেচনায় নিয়ে তাদেরও যদি সরকারি কোন চাকরির ব্যাবস্থা করা হয় তাহলে তাদেরকে দেখে ভবিষ্যৎ প্রজন্ম উৎসাহিত হবে কিভাবে ম্যাটিকিউলাসলি প্লান করে সরকারি সম্পদ ধ্বংস করা যায় ,কিভাবে পুলিশকে জ্যান্ত মারা যায়, কিভাবে জীবন্ত মানুষকে মেরে ওভারব্রীজে ঝুলিয়ে রাখা যায়।
এই অটো পাসের যুগে কিভাবে ফেল করে আমার মাথায় আসে না।
এই ফেল কি ম্যাটিকিউলাসলি প্লানের অংশ ?
ফরিদ আহমেদ ইমন
সম্পাদক
বার্তাধারা ।