ড. ইউনুস সেনাপ্রধান পরিবর্তন নিয়ে একটা পরিকল্পণা করেছিলেন। পরবর্তীতে সেটা সেনাপ্রধান জেনে যান। সম্প্রতি এটা নিয়ে সেনাপ্রধান এবং ড. ইউনুসের এর মাঝে অনেক কথাবার্তা হয়েছে !
জানা যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড.ইউনূসকে ঘিরে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের রুদ্ধশ্বাস বৈঠক চলছে। বিক্ষুদ্ধ আর্মি অফিসাররা ইউনূসকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছেন।
গত দুই মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারা এবং বাজারদর নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়াসহ বিভিন্ন অপরাধ নিয়ে প্রশ্নের মুখোমুখি হন ইউনূস।
ইউনূসের সময় ঘনিয়ে এসছে বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। তাকে নির্দিষ্ট একটি সময়সীমা বেঁধে দেওয়া হবে আজ।
এরমধ্যে নির্বাচন দিয়ে পদত্যাগ করতে হবে ইউনূসকে।