নিজস্ব প্রতিনিধি :
দোয়ারা বাজার উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও বাংলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেনকে দোয়ারা বাজার থানা পুলিশ রবিবার মধ্য রাতে গ্রেফতার করেছে।
দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন, তার নামে দোয়ারা বাজার থানায় কোন মামলা নেই। সুনামগঞ্জের ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সদর থানায় দায়েরকৃত ৪ সেপ্টেম্বরের মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।
একই মামলার আসামী সাবেক পরিকল্পণা মন্ত্রী আঃ মান্নান গ্রেফতার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই মামলার ১ নম্বর আসামী জেলা আওয়ামীলীগ এর সভাপতি নুরল হুদা মুকুট , জেলার তিন এমপি ,জেলার সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, মেয়র নাদের বখত, উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল , আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটি সদস্য ফরিদ আহমেদ ইমন সহ ৯৯ জন ও অজ্ঞাতনামা ২০০জন আসামি দেওয়া হয়েছে।