রাজধানীর ওয়ারীতে দুই ভাইকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ঢাকার সাভারে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আজ শনিবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের কার্যালয়ে গ্রেপ্তারের তথ্য জানান ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন। গ্রেপ্তার তিনজন হলেন মো. আকবর হোসেন, তাঁর ছেলে মো. আসিফ সুলতান ও মো. আজাহারুল ইসলাম খান।
গত ১৪ আগস্ট ওয়ারীর হাটখোলা এলাকায় আলামিন ভূঁইয়া (৪১) ও তাঁর ছোট ভাই নুরুল আমিনকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওয়ারী থানায় একটি হত্যা মামলা হয়। আলামিন ঢাকা মহানগর দক্ষিণের ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
ড়া খুনের ঘটনায় গ্রেপ্তার প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা ছালেহ উদ্দিন সাংবাদিকদের বলেন, নিহত আলামিন ভূঁইয়া ১০ বছর আগে ফ্ল্যাট কেনার জন্য একটি আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেন। জমির মালিক আইনজীবী আকবর হোসেনের সঙ্গে আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের মালিক মো. রিমনের সঙ্গে আরেকটি চুক্তি হয়। কিন্তু ১০ বছরেও চুক্তি অনুযায়ী সেখানে কোনো ভবন নির্মাণ করেনি প্রতিষ্ঠানটি। বরং জমির মালিক নিজস্ব অর্থায়নে জমির ওপর দোতলা ভবন নির্মাণ করেন।
ছালেহ উদ্দিন আরও বলেন, ঘটনার দিন আলামিন ভূঁইয়া জমির মালিক আইনজীবী আকবর হোসেনের কাছে গিয়ে জানান, তাঁর সঙ্গে আবাসন কোম্পানির চুক্তি আছে। তাঁকে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হোক। এ নিয়ে বিরোধের জেরে আকবর হোসেনের ছেলে আসিফের নেতৃত্বে অন্যরা আলামিন ভূঁইয়া ও তাঁর ভাই নুরুল আমিনকে কুপিয়ে জখম করেন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।