ছাতক প্রতিনিধিঃ ছাতক সদর ইউনিয়নের স্মার্ট আইডি কার্ড বিতরণ হবে আগামী ২২/১০/ ২৪ইং ও ২৩/১০/২০২৪ ইং রোববার ও সোমবার। বিতরনকৃত তারিখে মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে ফিংগার প্রিন্ট প্রদান করে ভোটার স্মার্ট কার্ড সংগ্রহ করার জন্য অনুরোধ করেছেন ইউপি কর্তৃপক্ষ।
২২/০৮/২৪ তারিখ রোববার বিতরণ হবে বকির পাড়, মধুকুনি, ব্রাহ্মণগাও, আন্ধারীগাও, কড়িরগাও, রাতগাও, মুক্তিরগাও, কান্দিগাও, মানসীনগর, তিররাই, বড়বাড়ি ও কেশবপুর গ্রামের কার্ড এবং ২৩/০৮/২৪ ইং তারিখে বিতরণ হবে কাজিহাটা, মল্লিকপুর, মাছুখালী, রনমঙ্গল, চারচিরা, বাউসা গ্রামের আইডি কার্ড।
২০০৮ ইং হইত ২০১৭ ইং সময়ের মধ্যে যারা ভোটার হয়েছেন, শুধু মাত্র তারাই স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন বলে জানা গেছে।
স্মার্ট আইডি কার্ড সংগ্রহকালে বর্তমান আইডি কার্ডের মুল কপি সাথে নিয়ে নির্ধারিত তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে ফিংগার প্রিন্ট প্রদান করে কার্ড সংগ্রহ করার জন্য অনুরোধ করেছেন ছাতক সদর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।